Ekbar Bol (একবার বল) Lyrics | যেখানে শুরুর কথা | Baishe Srabon | Anupam Roy

Ekbar Bol (একবার বল) Lyrics
যেখানে শুরুর কথা | Baishe Srabon | Anupam Roy
Movie : Baishe Srabon
Producer : Shree Venkatesh Films
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Writer & Director : Srijit Mukherji
Singer, Composer & Lyricist : Anupam Roy

Ekbar Bol (একবার বল) Lyrics

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়
সেখানেই তুলছি ছবি , টলছি নেশায় আসছি আবার ফিরে।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
একবার বল একবার বল একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
এ…হে তোর কেউ নেই, ও…হো তোর কেউ নেই আ…হা

যেখানে শুরুর কথা

যেখানে শুরুর কথা বলার আগেই শেষসেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেসযেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণসেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানান
এই বুঝি ফসকালো হাতআর কালো রাত করে সময় গেল আয়োজনেপ্রত্যেক দিন ভয় পাওয়াসব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইতোর কেউ নেই
এভাবেই অনেক চিঠি বাক্স ভেঙে ডাকেকিভাবে কাজের ফাঁকে সামলে রাখি অনেক ভিড়ের ফাঁকেযেভাবে ভাঙলো একদিন বোকার মতো ভুলসেভাবেই পিছল রাতে ভিজলো চুলে আমাদের আঙুল
এই বুঝি ফসকালো হাতআর কালো রাত করে সময় গেল আয়োজনেপ্রত্যেক দিন ভয় পাওয়াসব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইতোর কেউ নেই
একবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইকেউ নেই, কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইতোর কেউ নেইতোর কেউ নেইও, তোর কেউ নেই

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *