Ekbar Bol (একবার বল) Lyrics
যেখানে শুরুর কথা | Baishe Srabon | Anupam Roy
Movie : Baishe Srabon
Producer : Shree Venkatesh Films
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Writer & Director : Srijit Mukherji
Singer, Composer & Lyricist : Anupam Roy
Producer : Shree Venkatesh Films
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Writer & Director : Srijit Mukherji
Singer, Composer & Lyricist : Anupam Roy
Ekbar Bol (একবার বল) Lyrics
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়
সেখানেই তুলছি ছবি , টলছি নেশায় আসছি আবার ফিরে।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
একবার বল একবার বল একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
এ…হে তোর কেউ নেই, ও…হো তোর কেউ নেই আ…হা
যেখানে শুরুর কথা
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানানএই বুঝি ফসকালো হাত
আর কালো রাত করে সময় গেল আয়োজনে প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনেএকবার বল নেই, তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই তোর কেউ নেইএভাবেই অনেক চিঠি বাক্স ভেঙে ডাকে
কিভাবে কাজের ফাঁকে সামলে রাখি অনেক ভিড়ের ফাঁকে যেভাবে ভাঙলো একদিন বোকার মতো ভুল সেভাবেই পিছল রাতে ভিজলো চুলে আমাদের আঙুলএই বুঝি ফসকালো হাত
আর কালো রাত করে সময় গেল আয়োজনে প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনেএকবার বল নেই, তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই তোর কেউ নেইএকবার বল নেই, তোর কেউ নেইতোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই কেউ নেই, কেউ নেই একবার বল নেই, তোর কেউ নেই তোর কেউ নেই তোর কেউ নেই ও,