Eka Beche Thakte Shekho Priyo Lyrics | একা বেঁচে থাকতে শেখো প্রিয়

Eka Beche Thakte Shekho Priyo Lyrics

একা বেঁচে থাকতে শেখো প্রিয়

 

 

Eka Beche Thakte Shekho Priyo Lyrics

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী
কবে ছোব সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো,
শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার
স্বভাব না করেছি ক’বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী
কবে ছোব সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো,
শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার
স্বভাব না করেছি ক’বার?
তোমার মনের গতি
তোমার মনের গতি
রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি কেমনে যাব বাড়ি?
তোমার মনের গতি
রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি কেমনে যাব বাড়ি?
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে,
এখন স্টেশনে বেজায় অন্ধকার।
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী
কবে ছোব সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো,
শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার
স্বভাব না করেছি ক’বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *