এক বৈশাখে দেখা হলো দুজনায় Lyrics | Ek Baishakhe Dekha Holo Dujanay Lyrics

এক বৈশাখে দেখা হলো দুজনায় Lyrics

Ek Baishakhe Dekha Holo Dujanay Lyrics

এক বৈশাখে দেখা হলো দুজনায়
Ek Baishakhe Dekha Holo Dujanay
ছায়াছবি: বিলম্বিত লয়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: নচিকেতা ঘোষ
শিল্পী: আরতি মুখোপাধ্যায়

 

এক বৈশাখে দেখা হলো দুজনায় Lyrics


এক বৈশাখে দেখা হলো দুজনায়
জ্যৈষ্ঠেতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে
কী হয় কী হয়?
কে জানি কী হয়?
এক বৈশাখে দেখা হলো দুজনায়।
তখনই তো হলো দেখা
যেই না নয়ন কিছু চেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনই কথা পেয়েছে
জানি না তো কী যে হবে?
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে
কী হয় কী হয়?
কে জানি কী হয়।
এক বৈশাখে দেখা হলো দুজনায়।
জ্যৈষ্ঠেতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে
কী হয় কী হয়?
কে জানি কী হয়?
প্রথমে চমক ছিলো
তারপরে ভালো লাগা এসেছে
ডুবে গেছে সেই মন
যে মন খুশির স্রোতে ভেসেছে
জানিনা তো কী যে হবে
সবকিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে
কী হয় কী হয়?
কে জানি কী হয়।
বৈশাখে দেখা হলো দুজনায়
জ্যৈষ্ঠেতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে
কী হয় কী হয়?
কে জানি কী হয়?

 

Ek Baishakhe Dekha Holo Dujanay Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *