Ei To Bhaber Khela Lyrics
এই তো ভবের খেলা
ছায়াছবি: বনপলাশীর পদাবলী(১৯৭৩)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
কণ্ঠ: সতীনাথ মুখোপাধ্যায়
Ei To Bhaber Khela Lyrics
এই তো ভবের খেলা
[সাগরে মিশিলে নদীর
মরণ নাহি হয়!
সেই সাগর থিকাই হয় রে বন্ধু
ম্যাঘেরই উদয়]-২
[মন রে তুই মুখ্যু বড়
তুয়ার বিচার কেমনতর!]-২
[(সেই) ম্যাঘ থিকাই বৃষ্টি ঝরে
পাহাড় তাকে বুকে ধরে]-২
সেই জলেরই ঝর্ণা আবার নদী হইয়া বয়
ওরে চক্ষে যারে মরণ ভাবি,
সে তো মরণ লয়
পিরতিমে ডুবাইলে শূন্য
হয় কি দ্যাবালয়?
[মন রে তুই মুখ্যু বড়
তুয়ার বিচার কেমনতর!]-২
সাগরে মিশিলে নদীর
মরণ নাহি হয়
সেই সাগর থিকাই হয় রে বন্ধু
ম্যাঘেরই উদয়।