এই জীবনের বেশিটাই দুঃখ Lyrics
Ei Jiboner Beshitai Dukkho Lyrics
এই জীবনের বেশিটাই দুঃখ
Ei Jiboner Beshitai Dukkho (1986)
কথা: শ্যামল গুপ্ত
সুর: প্রভাস দে
শিল্পী: মান্না দে
এই জীবনের বেশিটাই দুঃখ Lyrics
এই জীবনের বেশিটাই দুঃখ,
তবু একটু সময়ের জন্য,
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য।৷
এই জীবনের বেশিটাই দুঃখ।
যদি ক্লান্ত পায়ের পথ চলাকে
কোন তীর্থে পৌঁছে দিতে পারে সে,
তোলে সুরে সুরে আনন্দ ছন্দ,
কারো ভাঙ্গা হৃদয়ের বীণা তারে সে।।
যদি সে গানের স্বপ্নের ছোঁয়াতে
এই পৃথিবীকে লাগে চোখে অন্য
জানি সে গান আমার হবে ধন্য।
এই জীবনের বেশিটাই দুঃখ
তবু একটু সময়ের জন্য
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য
এই জীবনের বেশিটাই দুঃখ।
যদি ভালবেসে বন্যার মত সে,
করে চকিতে সরস মন মরুকে,
দেয় ফাগুনের সবুজকে ফিরিয়ে,
পাতা ঝরানো রিক্ত প্রাণ তরুকে।।
যদি ক্ষণ তরে বিরহের দহনে
আনে মিলনের অমৃত লাবন্য
জানি সে গান আমার হবে ধন্য।
এই জীবনের বেশিটাই দুঃখ
তবু একটু সময়ের জন্য
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য
এই জীবনের বেশিটাই দুঃখ।