Ei Banglate Basat Kore Lyrics | এই বাংলাতে বসত করে

Ei Banglate Basat Kore Lyrics
এই বাংলাতে বসত করে
অ্যালবাম: কোলকাতার মেয়ে
কথা: রতন সাহা
সুর: মানস কুমার
কণ্ঠ: সনজিৎ মণ্ডল

Ei Banglate Basat Kore Lyrics

এই বাংলাতে বসত আমার
ওই বাংলাতে ঘর
[আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর]-২
[(আমার) দেহ খাঁচা এপারে
মনপাখি ওপারে]-২
কোন দোষে করলিরে বিধি
আমায় দেশান্তর
আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর।
ঢাকার সে জামদানি শাড়ি
সেই যে বাবুরহাট
[বরিশালের বালাম চালরে
চট্টগ্রামের পাট]-২
ফরিদপুরের খেজুরে গুড়
মিঠা দুধের সর
আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর।
আমার ছিলো মাটির বাড়ি
গোলায় ক্ষেতের ধান
[ছিলো পাড়াপড়শি সবাই
এক জানেরই প্রাণ]-২
করিম চাচা,রহিম মিয়া
তোমরা হইলা পর
আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর
এই বাংলাতে বসত আমার
ওই বাংলাতে ঘর
[আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর]-২
[(আমার) দেহ খাঁচা এপারে
মনপাখি ওপারে]-২
কোন দোষে করলিরে বিধি
আমায় দেশান্তর
[আজো ডাকে সোনার সে গাঁও
পদ্মানদীর চর]-৩
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *