Ebar Tore Chinechi Maa Lyrics
এবার তোরে চিনেছি মা
ছবি: দেবী
কথা: সত্যজিত রায়
গায়ক: পৃথ্বীশ মুখোপাধ্যায়
এবার তোরে চিনেছি মা Lyrics
এবার তোরে চিনেছি মা।।
ও তোর নামে কালী মুখে কালী
অন্তরে তোর নাই কালিমা
নামে কালী মুখে কালী
অন্তরে তোর নাই কালিমা
এবার তোরে চিনেছি মা।।
যে বলে মা তুই পাষাণী,
তারেই আমি বেকুব মানি।।
আমি মনে জানি প্রাণে জানি
মনে জানি প্রাণে জানি
পাষাণের ওই কী মহিমা !
মনে জানি প্রাণে জানি
পাষাণের ওই কী মহিমা !
এবার তোরে চিনেছি মা।।
নূতন রূপে নূতন বেশে,
শ্যামা মায়ে দ্যাখো এসে।।।।
ও তার দয়ার পরশ
পেয়ে হরষ-দয়াময়ী গো
দয়ার পরশ
পেয়ে হরষ-দয়াময়ী গো
দয়ার পরশ পেয়ে হরষ
আনন্দেরই নাই কো সীমা।
এবার তোরে চিনেছি মা।।
নামে কালী মুখে কালী
অন্তরে তোর নাই কালিমা
ও তোর নামে কালী মুখে কালী
অন্তরে তোর নাই কালিমা
এবার তোরে চিনেছি মা।।
Ebar Tore Chinechi Maa Lyrics
Ebar tore chinechi ma..
O tor naame kali mukhe kali
Ontore tor nai kalima
Naame kali mukhe kali
Ontore tor nai kalima
Ebar tore chinechi ma..
Je bole ma tui pashani,
Tarei ami bekub mani..
Ami mone jani prane jani
Mone jani prane jani
Pashaner oi ki mohima!
Mone jani prane jani
Pashaner oi ki mohima!
Ebar tore chinechi ma..
Nuton rupe nuton beshe,
Shyama maye dekho eshe….
O tar doyar porosh
Peye horosh-doyamoyi go
Doyar porosh
Peye horosh-doyamoyi go
Doyar porosh peye horosh
Anonderi nai ko seema.
Ebar tore chinechi ma..
Naame kali mukhe kali
Ontore tor nai kalima
O tor naame kali mukhe kali
Ontore tor nai kalima
Ebar tore chinechi ma..
এবার তোরে চিনেছি মা গানের বিবরণ (Song Details)
| বিষয় | তথ্য |
| গানের নাম | এবার তোরে চিনেছি মা (Ebar Tore Chinechi Maa) |
| চলচ্চিত্র | দেবী (Debi) – ১৯৫৯ |
| কথা (গীতিকার) | সত্যজিৎ রায় |
| শিল্পী | পৃথ্বীশ মুখোপাধ্যায় |
গান সম্পর্কে (About The Song)
“এবার তোরে চিনেছি মা” একটি বিখ্যাত বাংলা শ্যামা সঙ্গীত, যা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি “দেবী” (১৯৫৯) চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। গানটির কথা লিখেছেন স্বয়ং সত্যজিৎ রায় এবং এতে কণ্ঠ দিয়েছেন পৃথ্বীশ মুখোপাধ্যায়।
এই গানটি শুধু একটি ভক্তিগীতি নয়, এটি চলচ্চিত্রের কাহিনীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। গানটির মাধ্যমে মা কালীর স্বরূপ উন্মোচন করা হয়েছে। গানের কথায় বলা হয়েছে, মা কালী নামে ও মুখে ‘কালী’ হলেও তাঁর অন্তরে কোনো ‘কালিমা’ বা অন্ধকার নেই। তিনি পাষাণী নন, বরং তাঁর দয়ার পরশেই ভক্তের হৃদয়ে আনন্দের সীমা থাকে না।
সত্যজিৎ রায়ের লেখা এই গানটি বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ এবং এটি শ্যামা সঙ্গীতের জগতে এক বিশেষ স্থান দখল করে আছে।
গানের লিরিক্স নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ about This Song)
প্রশ্ন: “এবার তোরে চিনেছি মা” গানটির গীতিকার কে?
উত্তর: গানটির কথা লিখেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়।
প্রশ্ন: গানটি কোন সিনেমার?
উত্তর: এটি সত্যজিৎ রায় পরিচালিত “দেবী” (১৯৫৯) সিনেমার গান।
প্রশ্ন: “এবার তোরে চিনেছি মা” গানটিতে কে কণ্ঠ দিয়েছেন?
উত্তর: গানটির মূল শিল্পী হলেন পৃথ্বীশ মুখোপাধ্যায়।
প্রশ্ন: এটি কোন ধরনের গান?
উত্তর: এটি একটি জনপ্রিয় বাংলা শ্যামা সঙ্গীত বা ভক্তিমূলক গান।
এবার তোরে চিনেছি মা Lyrics | Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy


One comment
Pingback: এবার তোরে চিনেছি মা Lyrics | Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy - Key Lyrics