Kali

এবার তোরে চিনেছি মা Lyrics | Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy

এবার তোরে চিনেছি মা Lyrics

Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy

Song: Ebar Tore Chinechhi Ma – Krishna Chatterjee
Album Title: Songs Of D L Roy Krishna Chatterjee
Artist: Krishna Chatterjee
Music Director: Dwijendralal Roy
Lyricist: Dwijendralal Roy

Ebar Tore Chinechhi Ma | Songs Of D L Roy | Krishna Chatterjee

 

এবার তোরে চিনেছি মা Lyrics

এবার তোরে চিনেছি মা

আমি আর কি সমর করি ছাড়ি (মা)

এবার তোরে চিনেছি মা

(মাগো) ভবের দুঃখ, ভবের জ্বালা

আমি পাঠিয়ে চিঠি জমের বাড়ি (মা)

এবার তোরে চিনেছি মা।।

ফেলে ছিলে গোলক ধাঁধায় (মা গো)

ওগো মা হয়ে কি এমনি কাঁদায়

শেষে ছেলের কান্না

শেষে ছেলের কান্না শুনে ওমনি

ও তোর কেঁদে উঠলো মায়ের নাড়ী (মা)

এবার তোরে চিনেছি মা।।

হাত ধরে নিলি মোরে

আমি ভাবনা ভীতি গেলাম ভুলে

হাত ধরে নিলি মোরে

আমি ভাবনা ভীতি গেলাম ভুলে

(মাগো) চোখের বারি মুছিয়ে দিয়ে

নিলি আমায় কোলে তুলে

ভবার্ণবে দিশেহারা

আমি পাচ্ছিলাম না কূলকিনারা

তখন দেখা দিলে মা ধ্রুবতারা

(মাগো) দেখা দিলে মা ধ্রুবতারা

ওমনি তারা বলে দিলাম জয়

তারা বলে দিলাম পাড়ি

এবার তোরে আমি চিনেছি মা।।

Ebar Tore Chinechhi Ma Lyrics by D L Roy

Ebar tore chinechi ma

Ami aar ki somor kori chhari (ma)

Ebar tore chinechi ma

(Mago) bhober dukkho, bhober jwala

Ami pathiye chithi jomer bari (ma)

Ebar tore chinechi ma..

Fele chile golok dhadhay (ma go)

Ogo ma hoye ki emni kanday

Sheshe cheler kanna

Sheshe cheler kanna shune omni

O tor kende uthlo mayer nari (ma)

Ebar tore chinechi ma..

Haat dhore nili more

Ami bhabna bhiti gelam bhule

Haat dhore nili more

Ami bhabna bhiti gelam bhule

(Mago) chokher bari muchiye diye

Nili amay kole tule

Bhobarnobe dishehara

Ami pachilam na kulkinara

Tokhon dekha dile ma dhrubotara

(Mago) dekha dile ma dhrubotara

Omni tara bole dilam joy

Tara bole dilam paari

Ebar tore ami chinechi ma..

গানের বিবরণ (Song Details)

বিষয়তথ্য
গানের নামএবার তোরে চিনেছি মা (Ebar Tore Chinechhi Ma)
গীতিকারদ্বিজেন্দ্রলাল রায় (Dwijendralal Roy)
সুরকারদ্বিজেন্দ্রলাল রায়
শিল্পীকৃষ্ণা চট্টোপাধ্যায়
অ্যালবামসংস অফ ডি এল রয় (Songs Of D L Roy)
গানের ধরনদ্বিজেন্দ্রগীতি, শ্যামা সঙ্গীত

 

গান সম্পর্কে (About The Song)

“এবার তোরে চিনেছি মা” একটি বিখ্যাত বাংলা ভক্তিমূলক গান, যা মূলত একটি “দ্বিজেন্দ্রগীতি” (দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ও সুর করা গান) হিসেবে পরিচিত। এটি একটি গভীর আধ্যাত্মিক ভাবনার শ্যামা সঙ্গীত। গানটির এই সংস্করণটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

গানের কথাগুলোতে ভক্ত ও ভগবানের (মা কালী) এক মধুর অভিমানের সম্পর্ক ফুটে উঠেছে। ভক্ত বলছেন যে, তিনি অবশেষে মায়ের আসল রূপ চিনতে পেরেছেন। মা তাকে এতকাল নানা মায়া আর ভবের দুঃখে ফেলে পরীক্ষা নিলেও, সন্তানের কান্না শুনে শেষ পর্যন্ত মায়ের আসন টলে উঠেছে।

গানের শেষে ভক্তের দৃঢ় বিশ্বাস প্রকাশ পায়। তিনি বলছেন, মা-ই তাকে হাত ধরে এই বিপদসঙ্কুল ভবসাগর (ভবার্ণব) পার করিয়ে দিয়েছেন। তাই তিনি এখন সমস্ত ভয়-ভাবনা থেকে মুক্ত হয়ে মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের দরদী গায়কী এই গানটিকে ভক্তদের মাঝে অমর করে রেখেছে।

 

গানের লিরিক্স নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ about This Song)

প্রশ্ন: “এবার তোরে চিনেছি মা” (আমি আর কি সমর করি ছাড়ি) গানটির গীতিকার ও সুরকার কে?

উত্তর: এই গানটির গীতিকার ও সুরকার হলেন প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল. রায়)।

প্রশ্ন: গানটির এই সংস্করণটি কোন শিল্পী গেয়েছেন?

উত্তর: গানটির এই জনপ্রিয় সংস্করণটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

প্রশ্ন: এই গানটি কোন অ্যালবামে পাওয়া যায়?

উত্তর: গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের “সংস অফ ডি এল রয়” (Songs Of D L Roy) অ্যালবামে অন্তর্ভুক্ত।

প্রশ্ন: “এবার তোরে চিনেছি মা” গানটি কোন ধরনের গান?

উত্তর: এটি একটি “দ্বিজেন্দ্রগীতি” এবং একইসাথে একটি জনপ্রিয় “শ্যামা সঙ্গীত” (মা কালীকে নিবেদিত গান)।

Ebar Tore Chinechi Maa Lyrics | এবার তোরে চিনেছি মা Lyrics

Check Also

DUGGA Lyrics | দুগ্গা Lyrics | Rahul Dutta

DUGGA Lyrics | দুগ্গা Lyrics Rahul Dutta, Anushka P, Abir B, Mausam M, Sneha B …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *