এ জীবনে যত ব্যথা পেয়েছি | E Jibone Joto Byatha Peyechi Lyrics

এ জীবনে যত ব্যথা পেয়েছি | E Jibone Joto Byatha Peyechi Lyrics

এ জীবনে যত ব্যথা পেয়েছি
[শ্রদ্ধেয় মান্না দে র লাইভ (অডিও) গান]
কথা : প্রণব রায়।
সুর : মান্না দে।
কন্ঠশিল্পী : মান্না দে।

 

Table of Contents

এ জীবনে যত ব্যথা পেয়েছি


এ জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়েছ সবই ভুলায়ে।
মুছায়ে দিয়েছ আঁখি জল কোমল পরশ তব বুলায়ে।


আহত এ ঝড়ের পাখিরে ঠাই দিলে বক্ষের নীরে
মোর আধাঁর গগনে চাঁদ হয়ে হৃদয় সাগর দিলে দুলায়ে।


এ জীবন মরুসম ছিল গো, তুমি সেথা আনলে গো বসন্ত
বুঝিলাম ধরণীতে রয়েছে আলো গান মাধুরী অনন্ত।
দুঃখের শত বর্ষাতে বলেছ যে আমি আছি সাথে
তুমি ভালোবেসে জাগালে তারে ছিল যে প্রেম মরণ ঘুমে ঘুমায়ে।।

 

E Jibone Joto Byatha Peyechi Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *