এ ঘোর রজনী মেঘের ঘটা Lyrics
E Ghor Rajani Megher Ghata Lyrics
এ ঘোর রজনী মেঘের ঘটা
E Ghor Rajani Megher Ghata
পদাবলী-কীর্তন
অভিসার
পদকর্তা: চণ্ডীদাস
শিল্পী: ছন্দা চক্রবর্ত্তী
এ ঘোর রজনী মেঘের ঘটা Lyrics
এ ঘোর রজনী মেঘের ঘটা
কেমনে আইল বাটে।
আঙ্গিনার মাঝে বঁধুয়া ভিজিছে
দেখিয়া পরাণ ফাটে।
[সই,কি আর বলিব তোরে]-২
[কোন পুণ্যফলে সে হেন বঁধুয়া]-২
আসিয়া মিলল মোর।
[সই,কি আর বলিব তোরে]-২
[ঘরে গুরুজন ননদী দারুণ
বিলম্বে বাহির হৈনু]-২
[আহা মরি মরি সংকেত করিয়া
কত না যাতনা দিনু]-২
(যাতনা দিনু-২
আহা মরি মরি যাতনা দিনু-৪)
[বঁধুর পিরিতি আরতি দেখিয়া
মোর মনে হেন করে]-২
কলঙ্কের ডালি
(সখি সখি আমার প্রাণ সখি আমার)
কলঙ্কের ডালি মাথায় করিয়া,
[আনল ভেজাই ঘরে (সখি)]-২
আপনার দুখ সুখ করি মানে
আমার দুখের দুখী।
[চণ্ডীদাস কহে বঁধুর পিরিতি]-২
[শুনিতে জগৎ সুখী(বঁধু)]-৩