Durnitibaj Netader Dekhte (দুর্নীতিবাজ নেতাদের) Lyrics

Durnitibaj Netader Dekhte (দুর্নীতিবাজ নেতাদের) Lyrics

দুর্নীতিবাজ নেতাদের দেখতে চাইনা ভাষণে
কথা,সুর,শিল্পী: অর্জুন বিশ্বাস

 

Durnitibaj Netader Dekhte


দুর্নীতিবাজ নেতাদের দেখতে চাইনা ভাষণে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে]-২
[দেখতে চাইনা ঘুষখোরদের শাসন প্রশাসনে]-২
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে
দেখতে চাইনা ঘুষখোরদের সংসদীয় আসনে।
[সরকার বা বিরোধী দল যে দলেই ওরা থাক
আমাদের চাওয়া দুর্নীতিবাজ নমিশন না পাক]-২
[রাজনীতি আজ নষ্ট ভ্রষ্ট তাদের কারনে]-২
[দেখতে চাইনা দুর্নীতিবাজ সংসদীয় আসনে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে]-২
[সব দলের সব নেতাদের প্রতি আমাদের আহ্বান
দুর্নীতিবাজ নেতাদেরকে করেন প্রত্যাখ্যান]-২
[এক মাঘে শীত যায়না কথাটা রাখবেন স্মরণে]-২
[দেখতে চাইনা দুর্নীতিবাজ সংসদীয় আসনে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে]-২
[দুর্নীতিবাজ ঘুষখোররা দেশের ভালো চায়না
ভদ্রবেশী মুখোশ পরা আসলে ওরা হায়না]-২
[ওরা সুবিধাবাদী ভোল পাল্টায় প্রতি ক্ষণে ক্ষণে]-২
[দেখতে চাইনা দুর্নীতিবাজ সংসদীয় আসনে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে]-২
[দুর্নীতি নির্মূল করে যারা করবে উন্নয়ন
আমরা জনগন তাদেরকেই করবো সমর্থণ]-২
[আমরা চাই সমৃদ্ধ দেশ প্রত্যাশা মনে মনে]-২
দেখতে চাইনা দুর্নীতিবাজ সংসদীয় আসনে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে
[দুর্নীতিবাজ নেতাদেরকে দেখতে চাইনা ভাসনে
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে]-২
[দেখতে চাইনা ঘুষখোরদের শাসন প্রশাসনে]-২
আমার সোনার বাংলার ওই সংসদীয় আসনে
দেখতে চাইনা ঘুষখোরদের সংসদীয় আসনে।

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *