Duniya Ta Noy Re Beiman Lyrics | দুনিয়াটা নয়রে বেইমান

দুনিয়াটা নয়রে বেইমান
Duniya Ta Noy Re Beiman
গীতিকার: মনোজ ঠাকুর
সুরকার: সনজিৎ মণ্ডল
শিল্পী: মনির খান
                                                                                                              Duniya Ta Noy Re Beiman Lyrics
দুনিয়াটা নয়রে বেইমান
মানুষ নিজেই হয় বেইমান,
ভালবাসলে আঘাত করে
স্বার্থ পেলে কেটে পড়ে
থাকেনা মিষ্টি কথার টান
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
[উপকার করবে যারে,
অস্বীকার করবে পরে]-২
হিংসা করে সুখের কথায়
সুযোগ খোঁজে দুঃখের বেলায়
[সাধুবেশে মনের মাঝে]-২
থাকে এক শয়তান ভাইরে
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
[সমাদর করতে যাবে,
খোশামোদ সে তো ভাবে]-২
ঘুরে বসে উপদেশে
প্রশ্রয় দিলে মাথায় বসে
[বিশ্বাস করলে করবে ক্ষতি]-২
পাবে তার প্রমাণ ভাইরে
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
নট ইভেন মাই সিস্টার্স এন্ড ব্রার্দাস

Check Also

শ্রীকৃষ্ণ-বন্দনা | (হে) দেব ভবন্তং বন্দে Lyrics | ShriKrishna Bandana | (He) Dev Bhabantang Bande Lyrics

শ্রীকৃষ্ণ-বন্দনা (হে) দেব ভবন্তং বন্দে Lyrics ShriKrishna Bandana (He) Dev Bhabantang Bande Lyrics শ্রীকৃষ্ণ-বন্দনা (হে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *