Dujonei Bangali Chhilam Lyrics | দুইজনাই বাঙালি ছিলাম

Dujonei Bangali Chhilam Lyrics
দুইজনাই বাঙালি ছিলাম
Song by Pratul Mukhopadhyay

 

Dujonei Bangali Chhilam Lyrics

দুইজনাই বাঙালি ছিলাম
দুইজনাই বাঙালি ছিলাম
দেখো দেখি কান্ডখান
তুমি এখন বাংলাদেশী
আমারে কও ইন্ডিয়ান
দুইজনাই বাঙালি ছিলাম
দেখো দেখি কান্ডখান
তুমি এখন বাংলাদেশী
আমারে কও ইন্ডিয়ান

দুঃখ কিছু ছিল মনে
দুঃখ কিছু ছিল মনে
দুঃখেরে কই যাওরে ভাই
দুঃখ কিছু ছিল মনে
দুঃখেরে কই যাওরে ভাই
সাঁঝবেলায় আদরের ডাকে
কেমনে বলো মুখ ফিরাই
সাঁঝবেলায় আদরের ডাকে
কেমনে বলো মুখ ফিরাই
চলো মন মা-বাবার ভূমি
চলো মন মা-বাবার ভূমি
দেখি নিজের ভাই-বোনে
চলো মন মা-বাবর ভূমি
দেখি নিজের ভাই-বোনে
শুনছি নাকি তারা আজও
এই পাগলের গান শোনে
শুনছি নাকি তারা আজও
এই পাগলের গান শোনে
দুইজনাই বাঙালি বন্ধু
বাংলা দুইজনারই জান
তোমার মুখে বাংলা কথা
আমার গলায় বাংলা গান
দুইজনাই বাঙালি বন্ধু
বাংলা দুইজনারই জান
দুইয়ের মুখেই বাংলা কথা
দুইয়ের গলায় বাংলা গান
দুইজনাই বাঙালি বন্ধু
বাংলা দুইজনারই জান
দুইয়ের মুখেই বাংলা কথা
দুইয়ের গলায় বাংলা গান

 

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *