Dugga Maa Eseche Lyrics | দুগ্গা মা এসেছে Lyrics
Dugga Maa Eseche (দুগ্গা মা এসেছে)
Antara, Indraadip, Prasen, Jisshu, Darshana
WSSF | Puja 2025
Dugga Maa Eseche Lyrics
এসে গ্যালো ঘরে ঘরে
সেজে ওঠার পালা
চ’রে মন শাঁখ বাজা আর
পঞ্চপ্রদীপ জ্বালা,
কটাদিন আনন্দেতেই
আড্ডারা একসাথে
আহ্লাদে আটখানা যেন
চাঁদ পেয়েছে হাতে,
খুনসুটি ছোটাছুটি
খুশির দোকান খোলা,
কাশফুলেদের মতোই এখন
মন দিয়েছে দোলা…
ঘন্টা কাঁসর, ঢাক গুরগুর, নাচিয়ে দিয়েছে
আমাদের ঘরে আবার দুগগা এসেছে…
মা এসেছে, বাপের বাড়ি
জরিওয়ালা, লালচে শাড়ি
একচালা তে, সপরিবারে
উঠোন জোড়া, ফুলের সারি… (২)
খুনসুটি ছোটাছুটি
খুশির দোকান খোলা,
কাশফুলেদের মতোই এখন
মন দিয়েছে দোলা…
ঘন্টা কাঁসর, ঢাক গুরগুর, নাচিয়ে দিয়েছে
আমাদের ঘরে আবার দুগগা এসেছে…
Direction – Jisshu U Sengupta
Music – Indradeep Dasgupta
Singer – Antara Mitra
Lyrics – Prasen
Featuring – Darshana Banik
Special Appearances – Indrashis Roy, Rahul Mazumdar
Audio Credits:
Singer – Antara Mitra
Music director – Indraadip Dasgupta
Lyrics – Prasenjit
Music production – Shamik Chakravarty
Flute – Panchajanya Dey
Guitar and Strokes – Jakiruddin Khan
Chorus – Pritam Biswas, Pragya Dutta, Srijita Mitra & Debayan Banerjee
Mix and master – Subhadeep Pan
Antara Mitra vocals recorded at jam8 studios by Shubhashree Das
পরিচালনা – যীশু ইউ সেনগুপ্ত
সুরকার – ইন্দ্রদীপ দাসগুপ্ত
গান – অন্তরা মিত্র
কথা – প্রসেন
অভিনয় – দর্শনা বণিক
অতিথি – ইন্দ্রাশিস রায়, রাহুল মজুমদার
আগমনী গান
দুর্গা পূজার গান