Dugga Eseche Ghore Lyrics
দুগ্গা এসেছে ঘরে Lyrics
Keshab Dey
Song – Dugga Eseche Ghore
Singer – Keshab Dey | Deepmala
Music – Rajat Ghosh
Additional Composer – Keshab Dey
Lyrics – Rajat Ghosh | Pijush Das
Arrangement – Arnab Chowdhury
Guitar Design – Zakiruddin Khan
Dhak – Gopal Das
Vox Treatment – Ishan Mitra
Mix & Mastering – Subhadeep Pan
আগমনী গান
দুর্গা পূজার গান
Dugga Eseche Ghore Lyrics
Lyrics – Vearse 1
শরত মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে
বাতাস উৎসবের আওয়াজে বলে দুগ্গা মায়ের জয়।।
ঢাকের তালে তালে ধোঁয়ায় ধুনুচি নাচালে
চোখে আড়চোখে তাকালে বলো দুগ্গা মায়ের জয় ।।
দিন পেরিয়ে অনেক দূরের মা এসেছে বছর ঘুরে চলে যাবে কদিন পরে ।।
আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে
আমার দুগ্গা এসেছে ঘরে ।।
Vearse 2
আলো দিয়ে শহর মোড়া কটা দিন একটু ওড়া
সারারাত পুজোয় ঘোরা মা এসেছে তাই
পুরোনো বন্ধুরা সব হুল্লোড়,গল্প গুজব
কে জানে করব কি সব ! মা এসেছে তাই
হবে সব দুর্গতি নাশ এটুকুই প্রার্থনা আজ
মনে মনে বলছি শুধু দুগ্গা মায়ের জয়
দশভুজা তুমি উমা তুমিই তোমার উপমা
থাকো যদি তুমি পাশে আর বা কিসের ভয়?
আবার আগমনীর সুরেমা এসেছে বছর ঘুরে চলে যাবে কদিন পরে ।।
আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে
আমার দুগ্গা এসেছে ঘরে ।।
Vearse 3
মা যে হয়না বিসর্জন থাকবে সারাক্ষণ হৃদয় জুড়ে সবার
চোখের জলে মা বিদায় নিলেও এসো মা ফিরে আবার
মাগো তুমি যে জগৎ জননী চাইবো বলো কিবা আর?
তোমার আশীষ মা মাথায় রেখো চাইনা বেশি কিছু আর
আবার আগমনীর সুরে আসবে রে মা বছর ঘুরে নাচবো আবার জয় মা বলে
আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে
আমার দুগ্গা এসেছে ঘরে ।।