আগমনী গান Lyrics | দিন গনি গনি বরষ যাপিনু Lyrics | Din Goni Goni Borosh Japinu Lyrics | স্বামী সামপ্রিয়ানন্দ

Din Goni Goni Borosh Japinu Lyrics

আগমনী গান Lyrics

দিন গনি গনি বরষ যাপিনু Lyrics

স্বামী সামপ্রিয়ানন্দ

রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্যানবাটী

আগমনী গান
দুর্গা পূজার গান

 

দিন গনি গনি বরষ যাপিনু Lyrics

দিন গণি গণি বরষ যাপিনু
কত আর সহে মায়ের প্রাণে,
কিরূপে আছ হরে সঁপি সে
গৌরীরে নিশ্চিন্ত অন্তরে এ হিমভবনে ॥
যুগে যুগে কত ঘোর তপফলে
ত্রিলোক ধন্যা কন্যা পেনু কোলে
কিসে হেন ধনে রহি বল ভুলে
সদা হৃদি জ্বলে সে মুখ স্মরণে ॥
কিভাবে কৈলাসে আছে উমা-জামাই,
বহু দিন গত তত্ত্ব নাহি পাই
আনিতে প্রের দূত নতুবা নিজে যাই,
করহে অনুমতি মিনতি চরণে ॥

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *