Din Goni Goni Borosh Japinu Lyrics
আগমনী গান Lyrics
দিন গনি গনি বরষ যাপিনু Lyrics
স্বামী সামপ্রিয়ানন্দ
রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্যানবাটী
আগমনী গান
দুর্গা পূজার গান
দিন গনি গনি বরষ যাপিনু Lyrics
দিন গণি গণি বরষ যাপিনু
কত আর সহে মায়ের প্রাণে,
কিরূপে আছ হরে সঁপি সে
গৌরীরে নিশ্চিন্ত অন্তরে এ হিমভবনে ॥
যুগে যুগে কত ঘোর তপফলে
ত্রিলোক ধন্যা কন্যা পেনু কোলে
কিসে হেন ধনে রহি বল ভুলে
সদা হৃদি জ্বলে সে মুখ স্মরণে ॥
কিভাবে কৈলাসে আছে উমা-জামাই,
বহু দিন গত তত্ত্ব নাহি পাই
আনিতে প্রের দূত নতুবা নিজে যাই,
করহে অনুমতি মিনতি চরণে ॥