Dharmo Manush Ke Pichone Taane Lyrics | ধর্ম মানুষকে পেছনে টানে

ধর্ম মানুষকে পেছনে টানে
Dharmo Manush Ke Pichone Taane
কথা,সুর ও কণ্ঠ: অর্জুন বিশ্বাস

Dharmo Manush Ke Pichone Taane Lyrics

[ধর্ম মানুষকে পেছনে টানে
বিজ্ঞান টানে সামনে
এমন টানাটানির মধ্যে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?]-২
ধর্ম মানুষকে পেছনে টানে পেছনে টানে।
[ধর্মমতের ধার্মিকে কয় ধর্মই হল কর্ম,
বিজ্ঞানের ওই বৈজ্ঞানিক কয়
কর্মই হল ধর্ম(ওই)]-২
আমি অতি সাধারণ বুঝতে পারিনা
এসব কথার মর্ম
তাই ধর্ম-কর্মে এই দ্বন্দ্বে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে
বিজ্ঞান টানে সামনে
এমন টানাটানির মধ্যে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে পেছনে টানে।
[আধুনিক এই বিশ্বটা বিজ্ঞানের অবদান
ধার্মিকে কয় সকল কিছুই সৃষ্টিকর্তার দান]-২
আমি অতি সাধারণ বুঝতে পারিনা
কোথায় এর সমাধান?
তাই যুক্তি ভক্তির এই দ্বন্দ্বে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে
বিজ্ঞান টানে সামনে
এমন টানাটানির মধ্যে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে পেছনে টানে।
[ধর্ম এবং ধর্মমত আসলে তো এক নয়
ধর্ম হল ধারণ করা বিজ্ঞানে তা কয়]-২
মনুষ্যত্ব ধারণ করে মানুষ তাঁর হৃদয়
তাই বিশ্বাস,বাস্তবতার দ্বন্দ্বে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে
বিজ্ঞান টানে সামনে
এমন টানাটানির মধ্যে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে পেছনে টানে।
[দেখি নানা ধর্মমতের নানা দর্শন ও তত্ত্ব
বিজ্ঞানের মত একটাই যা প্রমাণিত সত্য]-২
আমি অতি সাধারণ এটুকু বুঝি সত্যের মাহাত্ম্য
তাই সত্য তথ্যের প্রমাণ ছাড়া
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে
বিজ্ঞান টানে সামনে
এমন টানাটানির মধ্যে
ভালো থাকি আমি কেমনে?
ভালো থাকো তুমি কেমনে?
ভালো থাকে সে কেমনে?
ধর্ম মানুষকে পেছনে টানে পেছনে টানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *