Deshta Tomar Ekar Naki (দেশটা তোমার একার নাকি) – Jugol Konya

 

Deshta Tomar Ekar Naki

দেশটা তোমার একার নাকি

(গানটি করেছে যুগল কন্যা / বাংলাদেশ )

যুগল কন্যা ( Rima ) Facebook

 

Deshta Tomar Ekar Naki

দেশটা তোমার একার নাকি করছো ছলাকলা
সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছো হিন্দুর উপর হামলা
দেশটা তোমার একার নাকি করছো ছলাকলা
সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছো হিন্দুর উপর হামলা

মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল দেশ
দেশ দেশ দেশ বাঁচাতে ও রক্ত তারা দিয়েছিল
মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল
দেশ দেশ দেশ দেশ বাঁচাতে ও রক্ত তারা দিয়েছিল
তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা
ও দেশবাসী বন্ধ কর হিন্দুর উপর হামলা
ও দেশবাসী বন্ধ কর হিন্দুর উপর হামলা
আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি
তেমন করে হিংস্র অশুর বধ করতেও আমরা জানি
তাই সময় থাকতে হয়ে যাও সাবধান
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন।

মনে রেখো হিন্দু মা ও রাজপথেতে নেমেছিল
দেশ দেশ দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল
দেশ দেশ দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল
মনে রেখো হিন্দু মা ও রাজপথেতে নেমেছিল
দেশ দেশ দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল
দিচ্ছো তোমরা এই প্রতিদান
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন
ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন

 

 

দেশটা তোমার একার নাকি

দেশ দেশ দেশ বাঁচাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *