Deko Na Amare Tumi Kache Lyrics | ডেকো না আমারে তুমি কাছে

Deko Na Amare Tumi Kache Lyrics

ডেকো না আমারে তুমি কাছে

গানের কথাঃ ডেকোনা আমারে তুমি কাছে ডেকোনা…
গীতিকারঃ সৈয়দ শামসুল হক,
সুরকারঃ বশীর আহমেদ,
মূলশিল্পীঃ বশীর আহমেদ,
চলচ্চিত্রঃ ময়নামতি (১৬/০৫/১৯৬৯ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী প্রমুখ,
পরিচালকঃ কাজী জহির।

Deko Na Amare Tumi Kache Lyrics

ডেকোনা আমারে তুমি,কাছে ডেকোনা…
দূরে আছি সেই ভালো,নিয়ে বেদনা,
ডেকোনা আমারে তুমি,কাছে ডেকোনা…
দূরে আছি সেই ভালো,নিয়ে বেদনা,
তুমি ডেকোনা…

ভেবো না কখনো,যদি যায় ঢেকে…
আমার এ ভুবন আঁধারে,

নেই কোন ক্ষতি,জীবনের আলো,
নিভে যায় যদি বারে বারে,
সুখে থাক তুমি,এই শুধু বলি,
আর কিছু নেই কামনা…

তুমি ডেকোনা…

ভালোবাসা পেয়ে,যে ব্যথা পেয়েছি,
ভুলে যাই তারে যেন আমি,

সবই আছে সেইতো,আগেরই মতো…
শুধু আজ ওগো নাই তুমি,
যেখানেই থাকো,মনে মনে বলি…
মোরে তুমি মনে রেখো না…

তুমি ডেকোনা…
ডেকোনা আমারে তুমি,কাছে ডেকোনা…
দূরে আছি সেই ভালো,নিয়ে বেদনা,
তুমি ডেকোনা…

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *