চোখেরি পলকে তুমি হতে পারো লাশ | Chokher Poloke Tumi Hote Paro Lash

চোখেরি পলকে তুমি হতে পারো লাশ

Chokher Poloke Tumi Hote Paro Lash

শিরোনাম: বাড়িওয়ালা নাইরে বাড়ে
কথা: আব্দুল কাদির হাওলাদার
সুর:
শিল্পী:
ভিডিও লিঙ্ক:

 

চোখেরি পলকে তুমি হতে পারো লাশ

 

চোখেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস
এলান হবে তোমারই নাম মসজিদের মাইকে(২)
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে(৬)
তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরী
ভাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিন ঘুড়ি।।
সুতোয় টান দিলে মালিক ও.ও.ও.ও.ও …
সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে(৬)
বাড়ি-গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়
বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার।।
দামি কাপড় ছেড়ে হবে ও.ও.ও.ও.ও …
দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে(৬)
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি
জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী।।
স্বজনেরা নিয়ে যাবে ও.ও.ও.ও.ও …
স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে(৬)

Chokher Poloke Tumi Hote Paro Lash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *