Chokher Nojor Emni Koira Lyrics | চোখের নজর এমনি কইরা

Chokher Nojor Emni Koira Lyrics
চোখের নজর এমনি কইরা
ছায়াছবি: ফকির মজনু শাহ
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলাউদ্দিন আলী
কণ্ঠ: সৈয়দ আব্দুল হাদী

Chokher Nojor Emni Koira Lyrics

[চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে,ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে]-২
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়।
[চোখেরই নাম আরশিনগর
একে একে মনের খবর]-২
সে তো কইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে,ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে,ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
এই চক্ষুতেই রোদ্র উঠে
আবার উঠে ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
[চোখে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়]-২
সেও সইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে,ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে,ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *