চোখ ছল ছল করে | Chokh Chol Chol Kore Lyrics

চোখ ছল ছল করে
Chokh Chol Chol Kore
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী: ভূপেন হাজারিকা

 

Chokh Chol Chol Kore Lyrics

চোখ ছল ছল করে ওগো মা
কী ব্যথা অন্তরে ওগো মা
ভাঙনের যে খেলা চারিধার
নেই আজ গান একতার
চোখ ছল ছল করে ওগো মা।
কোথায় জানিনা ?
সব হারালো কোথায় ?
ধূলার ধূলিতে
আজ মিশে যেতে চায়
মেঘ থম থম করে আলো নেই।
পুরনো সব নিয়ম ভাঙে
অনিয়মের ঝড়
ঝড় হাওয়া ভেঙে দিলো
স্বপ্ন সুখের ঘর
দুঃসহ যন্ত্রনা
আনে অমাবস্যার কাল
দুরাশা বঞ্চনা
ঢাকে সোনালী সকাল
রাত ঘুম ঘুম ভোরে ওঠে কই ?
রোদ ঝলমল করা আলো ওই
আসেনা তো সেইদিন আর
মেঘে ঢাকা রয় চারিধার
চোখ ছল ছল করে ওগো মা।

 

চোখ ছল ছল করে

 

চোখ ছলছল করে, ওগো মা
কি ব্যথা অন্তরে, ওগো মা
ভাঙ্গনের যে খেলা চারিধার
নেই আজ গান একতার
চোখ ছলছল করে, ওগো মা।

কোথায় জানিনা,
সব হারালো কোথায়
ধুলার ধুলিতে, আজ মিশে যেতে চায়
মেঘ থমথম করে, আলো নেই

পুরনো সব নিয়ম ভাঙ্গে, অনিয়মের ঝড়
ঝোড়ো হাওয়া ভেঙ্গে দিল, স্বপ্ন সুখের ঘর
দুঃসহ যন্ত্রনা, আনে অমাবস্যার কাল
দুরাশা বঞ্চনা,
ঢাকে সোনালী সকাল

রাত ঘুমঘুম ভোরে, ওঠে কই
রোদ ঝলমল করা, আলো ওই
আসেনা তো সেই দিন আর
মেঘে ঢাকা রয় চারিধার
চোখ ছলছল করে, ওগো মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *