ছেড়ে যেওনা ছেড়ে যেও না Lyrics
Chhere Jeona Chhere Jeona Lyrics
ছেড়ে যেওনা ছেড়ে যেও না
Chhere Jeona Chhere Jeona
ছায়াছবি: জীবন মরণ
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অজয় দাস
শিল্পী: মান্না দে
ছেড়ে যেওনা ছেড়ে যেও না Lyrics
ছেড়ে যেওনা ছেড়ে যেওনা ছেড়ে যেও না
তোমার খেয়া কেঁদে পিছু ডাকে
যেওনা না না না
ছেড়ে যেওনা ছেড়ে যেওনা ছেড়ে যেও না।
বৈঠা হাতে তরী পেয়ে গাইতে যখন গান
আমার স্নেহের টানে নদী পেত নতুন প্রাণ।
সুজনরে সুজনরে
[আমার বুকের কান্না কি ওই বুকে বাজে না]-২
ছেড়ে যেওনা ছেড়ে যেওনা ছেড়ে যেও না।
আমার কোলে মাথা দিয়ে নিদ্রা যেতে তুমি
দোল দিয়ে ঘুম পাড়াতাম আমি বাছামণি।
সন্তানরে ওরে সন্তানরে
[মায়ের ব্যথায় নয়ন কি তোর জলে ভাসে না?]-২
ছেড়ে যেওনা ছেড়ে যেওনা ছেড়ে যেও না।
