চামচা রে চামচা লিরিক্স | Chamcha Re Chamcha Lyrics
চামচা রে চামচা
Chamcha Re Chamcha (1988)
কথা: সুনীল বরণ
সুর: দিলীপ রায়
কণ্ঠ: ঊষা উত্থুপ
চামচা রে চামচা লিরিক্স
চামচা রে চামচা,চামচা রে চামচা,চামচা রে চামচা
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!
চামচা রে চামচা,চামচা রে চামচা
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!
[শেখে আজ রাজা,উজির
ধরেছিস নয়া ফিকির (হা হা!)
বাইরে চটকদারি আসলে নাঙ্গা ফাঁকির]-২
চিনেছি চিনেছি তোদের নকল বেশটা
[চামচা রে চামচা,চামচা রে চামচা
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!]-২
(হেই আহা!)
[তেল দিয়ে তেলা মাথায় করেছিস মাতব্বরি (আ হা!)
লজ্জাও কি হয়না তোদের ছেড়ে দে চামচাগিরি]-২
তোদের কী হবে কী হবে ভেবেছিস শেষটা!
[চামচা রে চামচা,চামচা রে চামচা
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!]-২
চামচা রে চামচা,হে হে চামচা!
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!
চামচা রে চামচা হে চামচা!
তোদের জ্বালায় রসাতলে গেল বুঝি দেশটা!