Chade Kolonko Ache Jemon Lyrics | চাঁদে কলঙ্ক আছে যেমন

Chade Kolonko Ache Jemon Lyrics
চাঁদে কলঙ্ক আছে যেমন
অ্যালবাম: প্রেম বলে কিছু নেই
কথা: নজরুল ইসলাম বাবু
সুর: শেখ সাদী খান
কণ্ঠ: সুবীর নন্দী

Chade Kolonko Ache Jemon Lyrics

আ আ আ আ আ আ
[চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন
তাতে টললো কোথায় কবে
প্রেমেরও আসন,প্রেমিকের মন]-২
চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন।
[প্রেমিক মনের সিংহাসনে
যে প্রেম সমাসীন সঙ্গোপনে]-২
সে তো আর কারো নয় তারই আপন
তাই সে কলঙ্ক যেটুকু ফুলের
সবই নিলাম জেনে আমারই নিজের
তাতে জ্বললে জ্বলুক কারো
বৈরি নয়ন বৈরি নয়ন
চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন
তাতে টললো কোথায় কবে
প্রেমেরও আসন,প্রেমিকের মন
চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন।
[কী হয় অমন নিন্দাবাদে
আশিক জনের ধ্যান ভাঙ্গে না তাতে]-২
সে তো রয় প্রেমে তার তারই মতন
তাই এ গুঞ্জন অপবাদের
সবই পাথেয় করে নিলাম পথের
তাতে খুঁজলে খুঁজুক কেউ
দোষেরই কারন দোষেরই কারণ
চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন
তাতে টললো কোথায় কবে
প্রেমেরও আসন,প্রেমিকের মন
চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালোবাসায় বদনাম তেমন।

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *