Category: বাউল
Nithua Pathare Nemechi Bondhure Lyrics নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে Song by Fazlur Rahman Babu Nithua Pathare Nemechi Bondhure Lyrics নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে ধরো, বন্ধু, আমার কেহ নাই নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে ধরো, বন্ধু, আমার কেহ নাই ধরো,…
Tumi Arekbar Asiya Lyrics তুমি আরেকবার আসিয়া Tumi Arekbar Asiya Lyrics তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আরেকবার আসিয়া যাও…
Oi Shona Jai Shamer bashir Dhoni Lo ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো Oi Shona Jai Shamer bashir Dhoni Lo Lyrics ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সুনা বন্ধে লইয়া যায় পরাণি যখন বন্ধের বাঁশে মারে টান কাঙ্খে…
Khajar Name Pagol Hoiya Lyrics খাজার নামে পাগল হইয়া Khajar Name Pagol Hoiya Lyrics খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমীর গিয়া রে খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমীর গিয়া রে এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে…
Hason Rajai Koy Lyrics হাছন রাজায় কয় Hason Rajai Koy Lyrics হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়। প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়। তুমি বিনে হাছন রাজায় কিছু না সয় প্রেম জ্বালায়…
Dhandabajer Dhokay Pore Lyrics ধান্ধাবাজের ধোঁকায় পড়ে Dhandabajer Dhokay Pore Lyrics ধান্ধাবাজের ধোঁকায় পড়ে। আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?। (তুমি)কোন রূপেতে পাবে তারে। নিরাকার সাঁই নিরাঞ্জণ কোন সাধনে মিলবে রে সেই পরম ধন।। যদি মক্কায়…
Je Jon Shishyo Hoy Lyrics যে জন শিষ্য হয় Je Jon Shishyo Hoy Lyrics যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়। এক হাতে যদি বাজতো তালি তবে দুই হাত কেন লাগায়।। গুরু-শিষ্য এমনি ধারা চাঁদের কোলে থাকে তারা খাঁচা…
Premo Bhokti Na Hoile Lyrics প্রেমো-ভক্তি না হইলে Premo Bhokti Na Hoile Lyrics প্রেমো-ভক্তি না হইলে পাবে কী তাহারে মাটির দেহ খাটি হয় প্রেম অনলে পুড়ে। প্রম বিহনে সাধন-ভজন বৃথায় যাবে মানব জীবন প্রেমো বৃক্ষ করো রোপন হৃদয়ের মাঝারে। খাটি…
Piriti Koriya Bondhe Lyrics পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল পাগল আব্দুল করিম Piriti Koriya Bondhe Lyrics পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল আগেত জানিনা বন্ধের মনে কি ছিল শুন ওগো সহচরী ধৈর্য্য না ধরিতে পারি না দেখিলে প্রানে মরি উপায় কি…
Doyal Tumi Acho Kothay Lyrics দয়াল তুমি আছো কোথায় দয়াল তুমি আছো কোথায়? একজনেও দিলনা সাক্ষী(দুই বার) তবু কেমন প্রেমে পড়লাম? না দেখেও তোমারে ডাকি। ঐ মানুষকুল প্রিয় হলে দাওনা কেন দেখা–?-? তোমার সংগে কোলাকুলি, নাইরে নাই কপালে লেখা (দুইবার)…