বুকেরই ভিতরে রাখিব তোমারে Lyrics
Bukeri Vitore Rakhibo Tomare Lyrics
বুকেরই ভিতরে রাখিব তোমারে
Bukeri Vitore Rakhibo Tomare
কথা,সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর
বুকেরই ভিতরে রাখিব তোমারে Lyrics
[বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া]-২
ভাসিলে ভাসিলে ও ও ও ও
ভাসিলে ভাসিব ডুবিলে ডুবিব
জীবন ফুল যাক ঝরিয়া
বন্ধু তুমি যে আষাঢ় দরিয়া।
ভাসিলে ভাসিব ডুবিলে ডুবিব
জীবন ফুল যাক ঝরিয়া
বন্ধু তুমি যে আষাঢ় দরিয়া।
বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া।
এপারে থাকিব ও ও ও
এপারে থাকিব ওপারে থাকিব
যাবোনা দূরে সরিয়া
বন্ধু পরজনমেও মরিয়া।
এপারে থাকিব ওপারে থাকিব
যাবোনা দূরে সরিয়া
বন্ধু পরজনমেও মরিয়া।
[বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া]-২
