বুকেরই ভিতরে রাখিব তোমারে Lyrics | Bukeri Vitore Rakhibo Tomare Lyrics

বুকেরই ভিতরে রাখিব তোমারে Lyrics

Bukeri Vitore Rakhibo Tomare Lyrics

বুকেরই ভিতরে রাখিব তোমারে
Bukeri Vitore Rakhibo Tomare
কথা,সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: এন্ড্রু কিশোর

 

বুকেরই ভিতরে রাখিব তোমারে Lyrics


[বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া]-২
ভাসিলে ভাসিলে ও ও ও ও
ভাসিলে ভাসিব ডুবিলে ডুবিব
জীবন ফুল যাক ঝরিয়া
বন্ধু তুমি যে আষাঢ় দরিয়া।
ভাসিলে ভাসিব ডুবিলে ডুবিব
জীবন ফুল যাক ঝরিয়া
বন্ধু তুমি যে আষাঢ় দরিয়া।
বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া।
এপারে থাকিব ও ও ও
এপারে থাকিব ওপারে থাকিব
যাবোনা দূরে সরিয়া
বন্ধু পরজনমেও মরিয়া।
এপারে থাকিব ওপারে থাকিব
যাবোনা দূরে সরিয়া
বন্ধু পরজনমেও মরিয়া।
[বুকেরই ভিতরে রাখিব তোমারে
আমার পরাণ করিয়া
বন্ধু জনম জনম ধরিয়া]-২

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *