বড় ধুম লেগেছে হৃদিকমলে Lyrics
Boro Dhum Legeche Hridikomole Lyrics
সুরট-মল্লার-তেওড়া
কথা-প্রেমিক
শিল্পী-অজয় চক্রবর্তী
বড় ধুম লেগেছে হৃদিকমলে Lyrics
হৃদিকমলে বড় ধুম লেগেছে।।
হৃদিকমলে
মজা দেখিছে আমার মন-পাগলে।।
বড় ধুম লেগেছে,হৃদিকমলে।
হতেছে পাগলের মেলা,
ক্ষেপাতে ক্ষেপিতে মিলে।।
আবার আনন্দেতে সদানন্দে
আনন্দময়ী পড়ছে ঢলে।
বড় ধুম লেগেছে,হৃদিকমলে।
দেখে অবাক লেগেছে তাক্,
ইন্দ্রিয় আর রিপুদলে।।
এবার পেয়ে সুযোগ
এই গোলোযোগ
জ্ঞানের কপাট গেছে খুলে।
বড় ধুম লেগেছে,হৃদিকমলে।
প্রেমিক পাগল বলে সকল,
তা বলে আমার মন কি টলে।।
(যার)পিতামাতা বদ্ধ পাগল,
ভাল হয় কি তাদের ছেলে।।
বড় ধুম লেগেছে,হৃদিকমলে।
শোন্ মা তারা,ভূভারহরা,
এই বেলা মা রাখছি ব’লে।।
(যখন)ভাসব’ জলে অন্তকালে,
তনয় ব’লে করিস কোলে।।
বড় ধুম লেগেছে,হৃদিকমলে
মজা দেখিছে আমার মন-পাগলে
বড় ধুম লেগেছে,হৃদিকমলে।