Bondhur Achoron | বন্ধুর আচরণ
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shamran Ahmed Milon
Music: Remo Biplob
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shamran Ahmed Milon
Music: Remo Biplob
উপরে উপরে মিঠা ভেতরে সর্ব তিতা,
হাই রে, উপরে উপরে মিঠা ভেতরে সর্ব তিতা,
ক্ষণে ক্ষণে জনে জনে বিলাইয়া দেয় মন,
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।
না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং,
ও…না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং,
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং,
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা,
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা,
শুনে না তো কারো কথা চলে তার মতোন,
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।
হো.. তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ,
কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক,
হো.. তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ,
কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক,
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ওষধি,
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ওষধি,
সামরানে কয় বাঁচার চেয়ে ভালো যে মরন,
ভালোনা ভালোনা আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।