Bondhu Tumi Vora Nodi Joar Vata Na Lyrics | বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না

Bondhu Tumi Vora Nodi Joar Vata Na Lyrics

বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না

 

Bondhu Tumi Vora Nodi Joar Vata Na Lyrics


আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছে হাটা
আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছে হাটা

বন্ধু তুমি ঝড়ের দিনের
আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু
তুমি আসো না

বন্ধু তুমি ঝড়ের দিনের
আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু
তুমি আসো না

নদীর বুকে দালান কোঠা
তোমার মুখে দালান আটা
নদীর বুকে দালান কোঠা
তোমার মুখে তালা আটা
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না লিরিক্স
বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না

গানে গানে হচ্ছে কথা
তাবীজ কবজ সবই বৃথা
গানে গানে হচ্ছে কথা
তাবীজ কবজ সবই বৃথা

বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না
গানো পোকা চেচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি আমার হাতের দোতারাটা
গানো পোকা চেচায় তবু তুমি আসো না

বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ঝরের দিনের আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না

বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *