Bolo Dugga Elo Lyrics | বলো দুগ্গা এলো Lyrics by Sunidhi Chauhan
আগমনী গান
দুর্গা পূজার গান
বলো দুগ্গা এলো Lyrics
পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর কাঠি
পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি
গোমড়ামুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে
হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
মন জুড়ে অন্য হাওয়া, খুশিতে হারিয়ে যাওয়া
অশুভর হবেই নিধন, দুঃখ রবে না
লালপেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহারি
উলুতে করবো বরণ, আসছে ঘরে মা
আগমনী, শঙ্খধ্বনি
কাশবনে ঢেউ উঠেছে
তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
ছোট ছোট বাচ্চাগুলোর দু’চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি, উৎসবেরই ডাক পাঠালো
পূজাবার্ষিকীর পাতা প্রবীণ মনেও হাতছানি দেয়
বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়
হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
দিন গুনে অপেক্ষাতেই কেটে যায় বছরটাতে
শরতের ডানায় চড়ে দশভূজা মা
মিলনের ভাসিয়ে ভেলা, আবেগের সিঁদুর খেলা
ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা
চন্ডীপাঠে, অঞ্জলিতে
সুরগুলো বাঁধ ভেঙেছে
তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো
Bolo Dugga Elo Lyrics
পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর কাঠি
পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি
গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
কিছুতেই মন বসে না , পড়ছে ভাটা সকল কাজে
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
মন জুড়ে অন্য হাওয়া
খুশিতে হারিয়ে যাওয়া
অশুভর হবেই নিধন
দুঃখ রবে না
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি
উলুতে করবো বরণ
আসছে ঘরে মা
আগমনী শঙ্খধ্বনি
কাশবনে ঢেউ উঠেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
ছোট ছোট বাচ্ছাগুলো দু’চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি উৎসবেরই ডাক পাঠালো
পূজাবার্ষিকীর পাতা প্রবীণ মনেও হাতছানি দেয়
বয়েসের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
দিন গুনে অপেক্ষাতে
কেটে যায় বছর তাতে
শরতের ডানায় চড়ে দশভুজা মা
মিলনের ভাসিয়ে ভেলা
আবেগের সিঁদুর খেলা
ধুনুচির ছন্দে ওড়ে
অপার মহিমা
চন্ডীপাঠে অঞ্জলিতে
সুরগুলো বাঁধ ভেঙেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
বলো দুগ্গা এলো Song Credit
Singer – Sunidhi Chauhan
Music – Taakdoom
Composer – Kaushik – Guddu
Lyrics – Indranil Das
Sound Design – ZIA, Aditya Shankar and Kaushik
Music Production – ZIA
Acoustic, Electric Guitars and Banjo – Aditya Shankar
Ethnic Strokes – Tapas Roy
Vocal Processing – Raghav Chaitanya and Kaushik
Music Assistant to Kaushik-Guddu – Shiladitya Sarkar
Recording Engineer – Hitesh Sonik
Pre-mixing Engineer – Shiladitya Sarkar
Mixed and Mastered – ZIA
Special Thanks to Akash Mukherjee