বল গিরি এ দেহে কি প্রাণ Lyrics | Bol Giri E Dehe Ki Pran Lyrics

বল গিরি এ দেহে কি প্রাণ Lyrics

Bol Giri E Dehe Ki Pran Lyrics

বল গিরি
আগমনী গান
দুর্গা পূজার গান

বল গিরি এ দেহে কি প্রাণ Lyrics


বল গিরি, এ দেহে কি প্রাণ রহে আর,
মঙ্গলার না পেয়ে মঙ্গল সমাচার ॥
দিবানিশি শোকে সারা, না হেরিয়া প্রাণ-তারা,
বৃথা এই আঁখিতারা, সব অন্ধকার।
খেদে ভেদ হয় মর্ম, মিছে করি গৃহে কর্ম,
মিছে এ সংসার ধর্ম, সকলি অসার।
তুমি তো অচল পতি, বল কি হইবে গতি,
ভিক্ষা করে ভগবতী, কুমারী আমার।

Share on

1 thought on “বল গিরি এ দেহে কি প্রাণ Lyrics | Bol Giri E Dehe Ki Pran Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *