বোঝাবো মায়েরই ব্যথা Lyrics | Bojhabo Mayeri Byatha Lyrics

বোঝাবো মায়েরই ব্যথা Lyrics

Bojhabo Mayeri Byatha Lyrics

বোঝাবো মায়েরই ব্যথা
আগমনী গান
দুর্গা পূজার গান

 

বোঝাবো মায়েরই ব্যথা Lyrics



বোঝাবো মায়েরই ব্যথা
গণেশকে তোর আটকে রেখে,
মায়ের প্রাণে বাজে কেমন
বুঝবি তখন আপনি থেকে।

তবিনিকে আছে আমার
গিরিপুরী ছিল আঁধার,
আমি পাঠাবো না তোরে তো আর
নিতে এলে কৈলাস থেকে।

জামাই সে তো পেটের ছেলে
দোষ কি হবে হেথা এলে,
বেড়ান তিনি নেচে খেলে
রাজা গিয়ে আনবে ডেকে।


বেড়ায় তো সে যেথায়-সেথায়
যে ডাকে সে তার কাছে যায়,
মাগো, রাজার জামাই থাকবে হেথায়
প্রাণ জুড়াবে যুগল দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *