বিকেলের শেষ আলো Lyrics | Bikeler Shesh Alo Lyrics

বিকেলের শেষ আলো Lyrics

Bikeler Shesh Alo Lyrics

বিকেলের শেষ আলো
Bikeler Shesh Alo
ছায়াছবি: চুপি চুপি
কথা: ঋতুপর্ণ ঘোষ
সুর: মধু মুখার্জী
শিল্পী: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি

 

 

বিকেলের শেষ আলো Lyrics


বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেও নাকো,
ও ও রাত যেন ছুটি নেই,
তোমার আলো,
তাই বাসি ভালো,
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷।
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নীলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেও নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।
পূবের আকাশ থেকে আলো যে মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷।
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা ছড়ায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেও নাকো৷
ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।

 

Bikeler Shesh Alo Lyrics

Check Also

Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics | Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics Oi Chobita Takiye Ache Lyrics     ওই ছবিটা তাকিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *