বিধি রে এই কি রে তোর খেলা Lyrics
Bidhi Re Ei Ki Tor Khela Lyrics
বিধি রে এই কি রে তোর খেলা
Bidhi Re Ei Ki Tor Khela
ছায়াছবি: শুধু ভালবেসে গেলাম
কথা: প্রফুল্ল অধিকারী
শিল্পী: কুমার শানু
বিধি রে এই কি রে তোর খেলা Lyrics
বিধি রে এই কি রে তোর খেলা।।
মায়ের জালে বেধে দিয়ে
কেন এত জ্বালা।।
কেউ বা থাকে রাজপ্রসাদে
কেউ বা কুঁড়েঘরে
কেউ বা নিল ভিক্ষার ঝুলি
কাউকে দিলে ফুলের মালা।
বিধি রে এই কি রে তোর খেলা?
আশায় আশায় খেটে গেলাম,
সব হল নিরাশা,
দুঃখ আমি ভালবাসি,
সাথি যে ভরসা(হো হো)।।
যার জন্য সব হারালাম
করলো বেহাল এই পরিণাম
সব হারিয়ে কূল ভাঙিয়ে
কাঁদি সারা বেলা।
বিধি রে এই কি রে তোর খেলা।
আশার আলো নিভে গিয়ে,
এল অন্ধকার,
যে ছিল মোর এত আপন,
হলো কত পর।।
বেঁচে থেকে চিরদিনই
করি আশির্বাদ।
তোমার শুধু জেগে জেগে
আমার ডুবল বেলা।।
বিধি রে এই কি রে তোর খেলা
মায়ের জালে বেধে দিয়ে
কেন এত জ্বালা।।