বিধি গো তোমার কাছে চাই না Lyrics | Bidhi Go Tomar Kachhe Chai Na Lyrics

বিধি গো তোমার কাছে চাই না Lyrics

Bidhi Go Tomar Kachhe Chai Na Lyrics

বিধি গো তোমার কাছে চাইনা
Bidhi Go Tomar Kachhe Chai Na
ছায়াছবি: রাজা বাবু
কথা: গৌতম সুস্মিত
সঙ্গীত: অশোক ভদ্র
শিল্পী: মোঃ আজিজ
ও প্রিয়া ভট্টাচার্য

 

বিধি গো তোমার কাছে চাই না Lyrics


বিধি গো তোমার কাছে,
চাইনা তো বেশি,
রেখ গো সবার মন,
তুমি হাসিখুশি।।
দয়া করো গরীবের
দেখবে জীবন আলো করে
ফুটবে শিশুর হাসি।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
জীবনেতে থাকে সুখ
যদি থাকে সন্তান
শিশুদের কোলাহলে
ভরে যায় মনপ্রাণ।
ও ও ও জীবনেতে থাকে সুখ
যদি থাকে সন্তান
শিশুদের কোলাহলে
ভরে যায় মনপ্রাণ।
আজ এই অন্তরে
সেই আশা বারে বারে
হয় একাকার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
যে মানুষ কোনোদিন
ভাবেনি নিজের কথা
অপরের সুখ দেখে
যে ভোলে মনের ব্যথা।
ও যে মানুষ কোনোদিন
ভাবেনি নিজের কথা
অপরের সুখ দেখে
যে ভোলে মনের ব্যথা।
সেই পারে পৃথিবীতে
সব খুশী এনে দিতে
হৃদয়ে আবার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
বিধি গো তোমার কাছে
চাইনা তো বেশি
রেখ গো সবার মন
তুমি হাসিখুশি।
দয়া করো গরীবের
দেখবে জীবন আলো করে
ফুটবে শিশুর হাসি।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।
ও দয়াল তুমি সুখে রাখো
জগৎ সংসার।

 

Bidhi Go Tomar Kachhe Chai Na Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *