ভোলাহাটের কচোড়ি হায়রে কচোড়ি
Bholahater Kochori Hayre Lyrics
শিল্পী: রুশ্নি আরা
কথা ও সুর: প্রচলিত
সুর ও কথা: প্রচলিত
ভোলাহাটের কচোড়ি হায়রে কচোড়ি
ভোলাহাটের কচোড়ি হায়রে কচোড়ি
ঘিয়ে ভাজাডালের বড়া গো
আমি না যাব বাড়ি ।।
হলুদেরই ফুল ফুটেছে গায়ে ম্যাখ্যাছি
ডাক দিও না প্রাণসখা গো
আমি শরমে মরি ।।
হাওয়া গাড়ি টমটম লিচু বাগানে
হাওয়া গাড়ি টমটম আমের বাগানে
সেথায় আমার বন্ধু থাকে গো
আমার ভালোবাসা গো ।।
ইরি লিল্যাম বিড়ি লিল্যাম
দিয়াশলাই কই
রাতের বেলা আসি বন্ধু গো
আমার ভালোবাসা গো ।।