Bhobe Asa Jauar Je Jontrona Lyrics
ভবে আসা যাওয়া যে যন্ত্রনা
Janle vobe ar astam na
জানলে ভবে আর আসতাম না
রাধারমন দত্ত
শিল্পী -উত্তম মহন্ত
Bhobe Asa Jauar Je Jontrona Lyrics
ভবে আসা যাওয়া যে যন্ত্রনা, আসা যাওয়া যে যন্ত্রনা
জানলে ভবে আর আসতাম না।।
মনরে ওরে পাষান মন মনরে, মাকালের ফল দেখতে ভালো
বাহির লাল তার ভিতর কালো, আগে জানতাম না।।
আমি না জানিয়া সেই ফল খাইলামগো।। বিষের জ্বালায় প্রাণ বাঁচেনা।।
জানলে ভবে আর আসতাম না।।
মনরে ওরে পাষান মন মনরে, টাকা পয়সা সোনা গয়না
মরলে কারো সঙ্গে যায় না, দালান কোঠা সব রবে পড়ে।।
ও কতো ফুল বিছানা পড়ে রবেগো।। যাইবার কালে ছেড়া তেনা।।
জানলে ভবে আর আসতাম না।।
মনরে ওরে পাষান মন মনরে, ওপারে মথুরার বাজার
পার হইয়া যায় সব দোকানদার আমার বুঝি যাওয়া হইলো না।।
আমি শেষ বাজারে ধরলাম পাড়িগো।। বেচা কেনার ভাও পাইলাম না।।
জানলে ভবে আর আসতাম না।।
Bhobe Asa Jauar Je Jontrona Lyrics in Bangla
ভবে আসা যাওয়া যে যন্ত্রনা,জানলে ভবে আর আসতাম না
আমি যার লাগিয়া ভবে আইলাম,তাহারে যদি পাইলাম না,জানলে ভবে আর আসতাম না।।
মনরে,মাকালের ফল দেখতে ভালো,বাহির লাল তার ভিতর কালো আগে জানিনা
আমি না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচেনা।।
মনরে,সে পারে মথুরার বাজার,পার হয়ইয়া যায় সব দোকান্দার,আমি পারলাম না।
আমি শেষ বাজারে গিয়া পরে, বেঁচা কিনার বাউ পাইলাম না।।
মনরে,মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোলআনা
ওরে আমি লাভে মূলে সব হারাইলাম চালান খাইয়া হইল দেনা।।
মনরে টাকা পঁয়সা সোনা গয়না,মরলে কারো সঙ্গে যায়না,দালান কোঠা সব রবে পড়িয়া,
ও মনরে পড়ে রবে ফুল বিছানা সঙ্গে যাবে ছিঁড়া তেনা।।