Bhalobese Sokhi Nibhrite Jotone Lyrics
ভালবেসে সখি নিভৃতে যতনে
Rabindranath Tagore
রবীন্দ্রসঙ্গীত
Bhalobese Sokhi Nibhrite Jotone Lyrics
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে।।
আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো
তোমার চরণ মঞ্জিরে।।
ভরিয়া রাখিও সোহাগে আদরে
আমার মুখর পাতি তোমার প্রাসাদ প্রাঙ্গণে
মনে করে সখি বাঁধিয়া রাখিও
আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে।।
আমারও লতার একটি মুকুল খুলিয়া তুলিয়া রেখো
তোমার অলক বন্ধনে
আমারও স্মরণ শুভসিন্দুরে একটি বিন্দু এঁকো
তোমার ললাট চন্দনে
আমারও মনেরও মোহেরও মাধুরি
মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে
আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও
তোমার অতুল গৌরবে।।
ভালবেসে সখি নিভৃতে যতনে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরেআমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো
তোমার চরণমঞ্জীরেভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরেধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি
তোমার প্রাসাদপ্রাঙ্গণে মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী তোমার কনককঙ্কণেভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরেআমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো
তোমার অলকবন্ধনে আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনেআমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো
তোমার অলকবন্ধনে আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনেআমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো
তোমার অঙ্গসৌরভে আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবেভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরেআমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো
তোমার চরণমঞ্জীরেভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখোতোমার মনের মন্দিরে
ভালোবেসে সখী নিভৃতে যতনে – রবীন্দ্রসঙ্গীত
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।