Bhalobasi Bole Bondhu Lyrics | ভালবাসি বলে বন্ধু

Bhalobasi Bole Bondhu Lyrics
ভালবাসি বলে বন্ধু এত জ্বালাতন

Bhalobasi Bole Bondhu Lyrics

ভালবাসি বলে বন্ধু এত জ্বালাতন
বলব কারে শুনবে কেবা মনের এ বেদন।
যার কারণে লোকের বড়ি পর্শি মারে ঝারুর বারি
ভব গুরের মত ঘুড়ি সদাই বন্ধু বন্ধু জপন।
চাইনা কারো অভয় করিনা কারে ভয়
হবে একদিন সত্যের জয় শাস্ত্ররের বচন।
প্রেম ধর্ম কঠিন কর্ম কয় জনে বুজে সার মর্ম
প্রেম হল প্রেমিকের ধর্ম স্বর্গ নরক বিসর্জন।
ভালোবাসা আগুনে পুড়েনা মাটিও তারে খায় না
জমেও তারে ধরে না মরার আগে তার মরন।
আশেকের এস্কের তীরে সত্তর হাজার পর্দা ছিড়ে
প্রবেশ করে প্রিয়ার ঘরে প্রেমিক পাই প্রিয়ার দর্শন।
হারুন অসাধ্য সাধন করিতে সম্ভব মুর্শিদের কৃপাতে
ভক্তি দৃষ্টি ভান্ডারেতে যেথায় মুর্শিদ মহাজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *