ভালোবাসা মেহেদীর দাগ | Bhalobasa Mehedir Dag
আকাশবাণীর রম্যগীতি
কথা: পার্থসারথি মুখোপাধ্যায়
সুর: অসীমা মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে
ভালোবাসা মেহেদীর দাগ
ভালোবাসা মেহেদীর দাগ
দু-হাত করেছে দ্যাখো লাল।
মেহেদীর দাগ এই ভালোবাসা
আজ আছে, নেই কাল।
যে রামধনু বৃষ্টি শেষে
রাঙায় আকাশ মিষ্টি হেসে।
একটু পরেই, যায় মুছে সেই
আলোর ইন্দ্রজাল।
-আজ আছে, নেই কাল।
আজ যে আপন, কাল বুঝি পর,
নেই সে পুতুল, নেই খেলাঘর।
সোনার কাঠির ছোঁয়ায় কি আর
ঘুমায় যে প্রেম, ঘুম ভাঙে তার?
চেনা মুখে ওড়না যে ওই
টানে অন্তরাল।
-আজ আছে, নেই কাল।