ভব সাগর তারণ কারণ হে | Bhab Sagar Taron Karon He Lyrics

ভব সাগর তারণ কারণ হে

Bhab Sagar Taron Karon He Lyrics

ভব সাগর তারণ কারণ হে
Bhab Sagar Taron Karon He
শ্রীগুরু বন্দনা (ভজন)
গৌড় সারঙ্গ-ঠুংরী
কথা: দেবেন্দ্রনাথ মজুমদার
শিল্পী: মহেশরঞ্জন সোম

ভব সাগর তারণ কারণ হে

ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।।
শরণাগত কিঙ্কর ভীত মনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
হৃদি কন্দর-তামস-ভাস্কর হে,
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,
পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে,
গুরুদেব দয়া কর দীনজনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
মন-বারণ-শাসন-অঙ্কুশ হে,
নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে,
গুণগান-পরায়ণ দেবগণে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
কুলকুণ্ডলিনী-ঘুম-ভঞ্জক হে,
হৃদিগ্রন্থি-বিদারণ-কারক হে,
মম মানস চঞ্চল রাত্র দিনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
রিপু-সূদন মঙ্গল-নায়ক হে,
সুখ শান্তি বরাভয় দায়ক হে,
ত্রয় তাপ হরে তব নাম গুনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
অভিমান-প্রভাব বিমর্দক হে,
গতিহীন জনে তুমি রক্ষক হে,
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
তব নাম সদা শুভ-সাধক হে,
পতিতাধম-মানব-পাবক হে,
মহিমা তব গোচর শুদ্ধমনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
জয় সদ্ গুরু ঈশ্বর-প্রাপক হে,
ভব-রোগ-বিকার-বিনাশক হে,
মন যেন রহে তব শ্রীচরণে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
শরণাগত কিঙ্কর ভীত মনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।

Bhab Sagar Taron Karon He Lyrics

Check Also

Pujar Gaan Lyrics

Pujar Gaan Lyrics | পূজার গান Lyrics | Hooligaanism – হুলিগানইজম

Pujar Gaan Lyrics | পূজার গান Lyrics | Hooligaanism – হুলিগানইজম Song : Pujar GaanArranged …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *