Bela Je Gelo Sandhya Holo Lyrics
বেলা যে গেল সন্ধ্যা হল
কথা ও সুর: প্রচলিত
Bela Je Gelo Sandhya Holo Lyrics
বেলা যে গেল সন্ধ্যা হল
শ্রীগোপাল পূজার কর আয়োজন
সকলি ভুলিয়া পরাণ খুলিয়া
হরি হরি হরি বলো মন।।
হৃদ-মন্দিরে দুয়ার খুলিয়া
জ্ঞানের প্রদীপ তাহাতে জ্বালিয়া
ভাব ভক্তি কুসুম-অঞ্জলি
শ্রীগোপাল পদে কর সমর্পণ।
দেহ-ধুপচি মন আগুনে
কৃতকর্মের ধূপ পোড়াও যতনে
আহা রে আলো বাতাসে জ্বলে
যাহার করুণা দানে বাঁচিলে
বেলা যে গেল সন্ধ্যা হল
শ্রীগোপাল পূজার কর আয়োজন
সারাটি জীবন স্বার্থের মোহে
ময়লা মাটি মাখিলে দেহে
শ্রীগোপাল নামে গানটি গেয়ে
সন্ধ্যার আঁধার ঘিরিল চারিদার
সন্মুখে দুস্তর ভব পারাপার
কাণ্ডারি গোপাল এসেছে এবার
জগা তোর তরি খুলে দে এবার।