Barir Pashe Modhumoti Lyrics
বাড়ির পাশে মধুমতি লিরিক্স
Barir Pashe Modhumoti | বাড়ির পাশে মধুমতি লিরিক্স
শিরোনামঃ বাড়ির পাশে মধুমতি
শিল্পীঃ ফজলুর রহমান বাবু
Barir Pashe Modhumoti বা বাড়ির পাশে মধুমতি গানটি গেয়েছেন ফজলুর রহমান বাবু। গানটির লিরিক্স লিরিক্স লিখেছেন Barir Pashe Modhumoti | বাড়ির পাশে মধুমতি লিরিক্স
 
Barir Pashe Modhumoti Lyrics
বাড়ির পাশে মধুমতি
পূবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি ।।
ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের বেলা,
কোথায় রইলা প্রাণ বন্ধুয়া
রাখিয়া একেলা,,
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে…
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে,
বাড়ির পাশে মধুমতি
পূবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি ।।
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুণ খরা….
বন্ধু বিনে আমার জীবন
প্রাণ থাকিতেও মরা ,
সব কথা কি যায়রে বলা
আমি ভালো নাই রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে ,
বাড়ির পাশে মধুমতি
পূবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি ।।
বাড়ির পাশে মধুমতি লিরিক্স
