বারে বারে কহো রাণী Lyrics
Bare Bare Koho Rani Lyrics
বারে বারে কহো রাণী
আগমনী গান
দুর্গা পূজার গান
বারে বারে কহো রাণী Lyrics
বারে বারে কহো রাণী গৌরী অনিবারে,
জানো তো জামাতা-রীত অশেষ প্রকারে।
বরঞ্চ ত্যাজিয়ে মণি ক্ষণেক বাঁচায়ে খনি
ততোধিক শূলপাণি ভাবে উমা মা’রে।
ক্ষণেক না দেখিলে মরে, সদা রাখে হৃদি’পরে –
সে কেন পাঠাবে তারে সরল অন্তরে।
অবলা অলোক-মতি, না জানো কার্যের গতি
যাবো কিছু না কহিব দেব-দিগম্বরে,
কমলাকান্তেরে কহো তারে মোর সঙ্গে লহো
তার মা বটে মানায়ে যদি আনিবারে পারে।