Banglar Mukh Lyrics | বাংলার মুখ

শিরোনামঃ বাংলার মুখ
Banglar Mukh Lyrics
শিল্পীঃ ABS Xem
অ্যালবামঃ নয়ন জলের গান
গীতিকারঃ রাহুল আকন্দ
ব্যান্ডঃ জলের গান

Banglar Mukh Lyrics

তোমার স্বপ্ন বহুদূর
পক্ষীকুলের মাতা তুমি তর্কে বহুদূর,
তোমার স্বপ্ন বহুদূর ।।
তোমার পদচিহ্ন নদীর বাঁকে গাছের ডালে ডালে
মাতৃরূপে লালন করো পালন এলেবেলে,
তোমার বিছিয়ে দেয়া আঁচল জুড়ে আনন্দ ভরপুর,
তোমার স্বপ্ন বহুদূর ।।
তোমার চক্ষু ভরা সবুজ শস্য বক্ষে লাল আশা
তুমি পক্ষীকুলের মাতা ওগো নদীর বাঁকে বাসা,
তুমি শাখে শাখে কচি পাতায় আবির রাঙ্গা ভোর,
তোমার স্বপ্ন বহুদূর ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *