আর যাই করো প্রেম অবহেলা করো না Lyrics
Ar Jai Koro Prem Obohela Koro Na Lyrics
বাংলা আধুনিক গান :
শিল্পী : জহির আহমেদ
আর যাই করো প্রেম অবহেলা করো না Lyrics
আর যাই করো প্রেম অবহেলা করো না,
সব কিছু হারিয়ে প্রেম কে বুকে ধরে আছি!
তারে নিয়ে ছিনিমিনি খেলো না!
যাই করো প্রেম কে অবহেলা করো না (!!)
হতে পারি আমি প্রেম ভিখারি ,
তবু প্রেম তো আমার নয় কারো মন শিকারী!!
নিজের সভাব দোষে ছলনায় ভালবেসে,
অঙ্গে ভুজজ্ঞ বিশ ঢেলো না!
আর যাই করো প্রেম কে অবহেলা করো না!
রুপের গরবে গরবিনী তুমি,
মিথ্যে অহংকারে ডুবে আছো জানি (!!)
আমার অবুঝ মনে স্বগ্ স্বপনে,
বজ্র আঘাত তুমি ঢেলো না
আর যাই করো প্রেম কে করো না (!!