আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে
ওপারে যাবে তরী কি পাবো
নেয়ে কি পার করবে মোরে
আর বেলা নাই
Ar Bela Nai
কথা: ভবা পাগলা
শিল্পী: হৈমন্তী শুক্লা
Ar Bela Nai Lyrics
[আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে]-২
ওপারে যাবে তরী কি পাবো?
নেয়ে কি পার করবে মোরে?
আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে।
ভজন-পূজন নাইকো কড়ি
পার কি করবে সে কাণ্ডারি
তাঁর নাকি দয়া ভারী
ডাকলে তাঁরে অকাতরে
আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে।
কী করিতে কী করেছি
সার ফেলে,মন,সং সেজেছি
বিষয় মায়ায় ভুলে গেছি
ভুলে যেয়ে প্রভু তোমারে
আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে।
পতিত না কি ভালোবাস
তাতেই একটু হয় সাহস
[ক’রে নাও হে তব দাস]-২
দয়া প্রকাশে অভাগারে
[ভবা এসে ভবের হাটে]-২
আসল থেকে গেল ঘেঁটে
[মধুসূদন এই সংকটে]-২
তরাও প্রভু এ পামরে
আর বেলা নাই চল ভাই যাই
ভবনদীর ঐ কিনারে।