অন্ধ করে দাও Lyrics
Andho Kore Dao Lyrics
Andho Kore Dao Lyrics by Debdeep Mukhopadhyay
Song : Andho Kore Dao
Vocal & Music : Debdeep Mukhopadhyay
Video By : Anamitra
Recording : Eflat studio
অন্ধ করে দাও Lyrics
উড়বো বলে ঝাঁপ দিয়েছি
মরবো না কে জানে,
এই আমায় দেখে হঠাৎ এমন
চমকে ওঠার মানে
সে তো সবাই জানে,
সবাই জানে অঙ্ক কঠিন
মিলবে না একটাও,
সবাই জানে অঙ্ক কঠিন
মিলবে না একটাও,
আমার তোমায় দেখে
আশ মেটে না,
কোথায় যাবে যাও,
আমায় অন্ধ করে দাও,
আমায় অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও গো
আমায় অন্ধ করে দাও,
আমায় অন্ধ করে দাও,
আমায় অন্ধ করে দাও,
তুমি তো সব দাও গো আমায়
অন্ধ করে দাও।
মন ভেঙে দাও, মন ভেঙে দাও
পাহাড় থেকে ঠেলে,
আমি খুন-খারাবি চাই না এমন
এমন মনখারাপে পেলে,
কেমন বেয়াক্কেলে,
বেয়াক্কেলের শুনলে কথা
জ্বলবে তোমার গা ও,
বেয়াক্কেলের বড্ড জ্বালায়
আর একটা গান গাও,
আমি জ্বলবো তবু ছাই হবো না
সেই বাঁশি বাজাও,
আমায় পাগল করে দাও
এবার পাগল করে দাও,
ওই উড়ন্ত সব নেশার মতো
পাগল করে দাও,
আমায় অন্ধ করে দাও,
আমায় অন্ধ করে দাও,
ওগো তুমি তো সব দাও গো আমায়
অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও
আমায় অন্ধ করে দাও,
ওগো তুমি তো সব দাও গো আমায়
অন্ধ করে দাও,
আমায় পাগল করে দাও
আমায় পাগল করে দাও,
ওগো তুমি তো সব দাও গো আমায়
পাগল করে দাও।
প্রায় লক্ষ্য বছর ঘুম আসেনি
জল জোটেনি ঠোঁটে,
তুমি আমার পেটে মারলে লাথি
রাগ হবে না মটে,
আমি ফুল ফোটাবো,
এবারে ফুল ফোটাবো না হূল ফোটাবো
কোনটা তুমি চাও?
ফুল ফোটাবো না হূল ফোটাবো
কোনটা তুমি চাও?
খেলাতে বারণ চোখের পলক ফেলা
চোখের জল আটকাও,
আমায় ধ্বংস করে দাও
এবার ধ্বংস করে দাও
ওগো তুমি তো সব দাও গো আমায়
ধ্বংস করে দাও,
আমায় পাগল করে দাও
আমায় পাগল করে দাও,
উড়ন্ত সব নেশার মতো
পাগল করে দাও,
অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও
ওগো তুমি তো সব দাও গো আমায়
অন্ধ করে দাও।
Andho Kore Dao Lyrics
Udbo bole jhānp diyechi
Morbo na ke jane,
Ei amay dekhe hothat emon
Chomke othar māne
Se to shobai jāne,
Shobai jāne onko kothin
Milbe na ekṭāo,
Shobai jāne onko kothin
Milbe na ekṭāo,
Amar tomay dekhe
Āsh meṭe na,
Kothāy jābe jāo,
Amay ondhho kore dāo,
Amay ondhho kore dāo,
Amar drishṭi kere nāo go
Amay ondhho kore dāo,
Amay ondhho kore dāo,
Amay ondhho kore dāo,
Tumi to shob dāo go āmay
Ondhho kore dāo.
Mon bhenge dāo, mon bhenge dāo
Pāhār theke ṭhele,
Ami khun-khārābi chāi nā emon
Emon monkhārāpe pele,
Kemon beyākkelle,
Beyākkeller shunle kothā
Jolbe tomar gāo o,
Beyākkeller boḍḍo jwālāy
Ār ekṭā gān gāo,
Ami jolbo tobu chāi hobo na
Shei bānshi bājāo,
Amay pāgol kore dāo
Ebar pāgol kore dāo,
Oi uḍonto shob neshār moto
Pāgol kore dāo,
Amay ondhho kore dāo,
Amay ondhho kore dāo,
Ogo tumi to shob dāo go āmay
Ondhho kore dāo,
Amar drishṭi kere nāo
Amay ondhho kore dāo,
Ogo tumi to shob dāo go āmay
Ondhho kore dāo,
Amay pāgol kore dāo
Amay pāgol kore dāo,
Ogo tumi to shob dāo go āmay
Pāgol kore dāo.
Prāy lokkhyo bochor ghum asheni
Jol joṭeni ṭhoṭe,
Tumi amar peṭe mārle lāthi
Rāg hobe nā moṭe,
Ami phul foṭābo,
Ebare phul foṭābo nā hul foṭābo
Konṭā tumi chāo?
Phul foṭābo nā hul foṭābo
Konṭā tumi chāo?
Khelāte bāron chokher polok felā
Chokher jol aṭkāo,
Amay dhongsho kore dāo
Ebar dhongsho kore dāo
Ogo tumi to shob dāo go āmay
Dhongsho kore dāo,
Amay pāgol kore dāo
Amay pāgol kore dāo,
Uḍonto shob neshār moto
Pāgol kore dāo,
Ondhho kore dāo,
Amar drishṭi kere nāo
Ogo tumi to shob dāo go āmay
Ondhho kore dāo.
Andho Kore Dao Video
গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)
গানের নাম (Song Title): অন্ধ করে দাও (Andho Kore Dao)
কণ্ঠশিল্পী (Vocal): দেবদীপ মুখোপাধ্যায় (Debdeep Mukhopadhyay)
সঙ্গীত (Music): দেবদীপ মুখোপাধ্যায়
ভিডিও (Video By): অনমিত্র (Anamitra)
রেকর্ডিং (Recording): ই-ফ্ল্যাট স্টুডিও (Eflat Studio)
ধরণ (Genre): ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান / আধুনিক বাংলা গান (Bengali Indie/Modern Song)
অন্ধ করে দাও লিরিক্স (Andho Kore Dao Lyrics) – দেবদীপ মুখোপাধ্যায় | Debdeep Mukhopadhyay
বর্তমান প্রজন্মের বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের অন্যতম জনপ্রিয় একটি সৃষ্টি হলো দেবদীপ মুখোপাধ্যায়ের “অন্ধ করে দাও”। গানটির লিরিক্স এবং মিউজিক এতটাই গভীর ও আবেগপ্রবণ যে তা খুব দ্রুত শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জীবনমুখী দর্শন, প্রেম এবং এক ধরণের তীব্র অভিমান এই গানটির প্রতিটি ছত্রে ফুটে উঠেছে।
“উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে”—এই শক্তিশালী লাইনের মাধ্যমে গানের শুরুটা শ্রোতাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যায়। দেবদীপ মুখোপাধ্যায়ের দরদী কণ্ঠ এবং সাধারণ অথচ অর্থবহ শব্দচয়ন গানটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে “আমায় পাগল করে দাও” বা “অন্ধ করে দাও” এই আর্তিগুলো যেন জীবনের না বলা কথাগুলোর প্রতিধ্বনি। আপনি যদি নতুন ধরণের মেলোডিয়াস এবং গভীর ভাবনার বাংলা গান পছন্দ করেন, তবে এই গানটি আপনার প্লেলিস্টের শীর্ষে থাকার দাবি রাখে।
গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)
প্রশ্ন: “অন্ধ করে দাও” গানটি কে গেয়েছেন?উত্তর: এই গানটির কণ্ঠশিল্পী হলেন দেবদীপ মুখোপাধ্যায় (Debdeep Mukhopadhyay)।
প্রশ্ন: “অন্ধ করে দাও” গানের গীতিকার ও সুরকার কে?উত্তর: গানটির লিরিক্স এবং সুর—উভয়ই দেবদীপ মুখোপাধ্যায় নিজেই তৈরি করেছেন।
প্রশ্ন: দেবদীপ মুখোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় গান কোনটি?উত্তর: দেবদীপ মুখোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় এবং ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে “অন্ধ করে দাও” অন্যতম। এছাড়াও তাঁর অন্যান্য কাজগুলোও শ্রোতামহলে সমাদৃত।
প্রশ্ন: Andho Kore Dao গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো?উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি ফন্টে (Roman Bengali) নির্ভুলভাবে দেওয়া হয়েছে যাতে আপনি সহজেই গানটি গাইতে বা বুঝতে পারেন।
প্রশ্ন: গানটির মিউজিক ভিডিওটি কার তৈরি?উত্তর: গানটির সুন্দর মিউজিক ভিডিওটি পরিচালনা ও নির্মাণ করেছেন অনমিত্র (Anamitra)।
