Andhar Raite Lyrics | আন্ধার রাইতে by Joler Gaan

Andhar Raite Lyrics | আন্ধার রাইতে
Song : Andhar Raite, Chander Alo
Band : Joler Gaan
Genre : Traditional
কথা: সঞ্জীবন শিকদার
সুর: জগলুল আলম

Andhar Raite Lyrics

আন্ধার রাইতে চান্দের আলোদেখলাম না নজরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে
আন্ধার রাইতে চান্দের আলোদেখলাম না নজরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে
হইতাম যদি পঙ্খী তবেউড়াল দিতামরেহইতাম যদি পঙ্খী তবেউড়াল দিতামরে
ডালে ডালে বানতাম বাসাদেখতাম জগৎরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে
আন্ধার রাইতে চান্দের আলোদেখলাম না নজরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে
ভাটা গাঙ্গে জোয়ার বিনেনাও ভাসাইতামরে
ভাটা গাঙ্গে জোয়ার বিনেনাও ভাসাইতামরেজনম গেল তবুও জোয়ারদেখলাম না নজরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে
আন্ধার রাইতে চান্দের আলোদেখলাম না নজরেএমন ধারার জনম আমারমানুষ হইয়ারে

Andhar Raite Lyrics in Bangla

পাতালপুরের গান [Patalpurer Gaan], released June 1, 2014

আন্ধার রাইতে চান্দের আলো
দেখলাম না নজরে।
এমন ধারার জনম আমার
মানুষ হইয়ারে।

হইতাম যদি পঙ্খী তবে
উড়াল দিতামরে,
ডালে ডালে বানতাম বাসা
দেখতাম জগৎরে।

ভাটা গাঙ্গে জোয়ার বিনে
নাও ভাসাইতামরে,
জনম গেল তবুও জোয়ার
দেখলাম না নজরে।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *